How to make money with your graphic design blog or web site by google adsense? গুগল এডসেন্স

একটি গ্রাফিক্স ডিজাইন ওয়েব সাইটের মাধ্যমে যেভাবে অনলাইনে আয় করা যায়?

 আপনি যদি একজন ভাল মানের গ্রাফিক্স ডিজাইনার হন। এবং আপনার মোটামুটি যদি ডিজাইন করার জ্ঞান থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই অনলাইন থেকে আয় করতে পারবেন।
একটু বিস্তারিত বললে হয়তো আপনি খুব সহজেই ব্যাপারটি  বুঝতে পারবেন। অনলইন থেকে ইনকাম করতে হলে আপনার কিছু জিনিস প্রয়োজন হবে। নিচে সেগুলো উল্লেখ করা হলো।






১। প্রথমত একটি ওয়েব সাইট/ অথাবা অ্যাপ/ কিংবা  ভাল কোন মার্কেট প্লেসে কাজ করার দক্ষতা।
         ফ্রি ওয়েবসাইট তথা ( ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস অথবা ওয়েবস.কম এর মত তৃতীয় পক্ষ সাইট হলেও হবে)

আপনি ফ্রি ব্লগস্পট সাইট বানিয়ে তাতে বিজ্ঞাপন দিয়ে আয় করতে পারবেন। একটি অ্যান্ডরিড অ্যাপ তৈরি করেও তাতে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন। লক্ষ্য করবেন আমরা যখন কোন অ্যাপ গ্রগল প্লে-স্টোর থেকে ডাইনলোড করে ব্যবহার করি তখন মাঝে মাঝে  গুগলের বিজ্ঞাপন দেখতে পায়। এই পদ্ধতিতে আপনিও বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন। আর আপনার পক্ষে যদি কোন ওয়েব সাইট বানানো সম্ভব না হয় তাহলে আপনি কোন ভাল মার্কেট প্লেসে যেমন আপওয়ার্ক  এ কাজ করতে পারেন।



২।  যে ওয়েব সাইট তৈরি করলেন সেটাতে খুব ভাল মানের ইউনিক কনটেন্ট বা পোস্ট দিতে হবে।
অথাৎ কোন প্রকার কপি করা বা কার তথ্য হতে কোন কিছু চুরি করা বা ডুপলিকেট কনটেন্ট ব্যবহার করা যাবে না।
কনটেন্ট যত ভাল মানের হবে আয়ের ও গুগল বিজ্ঞাপন দেখানোর অনুমোদন তত তাড়াতাড়ি পাওয়া যাবে। সর্বনিম্ন ৪০-৫০ টি ইউনিক পোস্ট থাকতে হবে আপনার সাইটে। যদি আপনি গ্রাফিক্স এর ডিজাইন সম্পর্কে ভাল জানেন তাহলে ডিসাইন সম্পর্কে পোস্ট লিখুন অথবা টিউটোরিয়াল বানান।


৩।  সাইটটিতে এবার মেনু গুলো খুব ভাল করে সাজান যেমন:
এবাউট পেজ, কন্টাক পেজ, প্রাইভেসি পলিসী পেজ, ডিএমসিএ পেজ, সাইট ম্যাপ ইত্যাদি পেজ তৈরি করুন।



৪।  সাইটের প্রতিটি ক্যাটাগরিতে মিনিমাম পোষ্ট:
  সাইটের সকল ক্যাগরিতে মিনিমাম ৫-৭ টা পোস্ট দিন। এবং খেয়াল রাখবেন কোন ক্যাটাগরি যেন ফাকা না থাকে।

৫।  সাইটি গুগলের ওয়েব মাস্টার টুলস অথবা গুগল সার্চ কনসোল এ এড করুন ইনডেক্স হওয়ার জন্য:
সাইটির মালিকানা ভেরিফাই করতে বললে গুগল প্রপারটি ভেরিফিকেশন করে নিন। তারপর সাইট ম্যাপ তৈরি করে গুগলে সাবমিট করুন। এবং প্রতি দিন পোষ্ট করতে থাকুন। কিছু দিনের মধ্যে দেখবেন সাইট গুগলের সার্চ এ এস যাবে যদিও রেংক করতে অনেক এস.ইও করতে হবে।



৬।  পোষ্টের সাথে যে ছবি বা ইমেজ ব্যবহার করবেন:
 আপনি সব সময় চেষ্টা করবেন কপিরাইট মুক্ত ছবি ব্যবহার করতে যদি না পারেন তাহলে ছবি গুল সার্চ করে টাইটেল ও সাইজ করে নিবেন তবে কপিরাইট মুক্ত ছবি। ছবি যখন আপনার সাইটে আপলোড করবেন তখন ছবির সাইজ যেন ছোট হয়  অর্থাৎ মোটা-মোটি ৮-১০ কিলোবাইট মত। তা নাহলে সাইট লোড হতে সময় লাগবে সাইট ভারি হয়ে যাবে। তখণ ভিজিটর হারাবেন।


৭।  সাইটের ডিসক্রিপশন ও কিওয়ার্ড বা ট্যাগ রিসার্চ করবেন।
আপনার সাইট যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করবেন এবং গুগল কিওয়ার্ড প্লানার ব্যবহার করে কিওয়ার্ড প্লান করে বেঁছে নিবেন। সাইটের ডিসক্রিপশন সুন্দর করে লিখে দিবেন।

৮।  পোষ্ট করার সময় ফিচার ইমেজ ও ট্যাগ বা কিওয়ার্ড ব্যবাহর করবেন/ সঠিক ক্যাগরি নির্বাচন করবেন/ সুন্দর টাইটেল দিবেন।
সাইটের পোষ্ট করার সময় সুন্দর একটি টাইটেল দিবেন এবং সেই টাইটেলের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করবেন। সাথে ট্যাগ গুলো সুন্দর করে দিবেন। ফিচার ইমেজ বা ছবি ব্যবাহর করবেন। সঠিক ক্যাটাগরি নির্বাচন করবেন। সুন্দর ভাবে বর্নাণা প্রদান করবেন।



 ৯।  ওয়ার্ডপ্রেস সাইট হলে ভাল ভাল কিছু প্লাগইন ব্যবহার করুন:
কিছু ভাল ভাল প্লাগইন আছে যেগুলো সাইটের স্পিড ও নানা রকম উন্নয়ন করতে সাহায্য করে। যেমন: ডাবলু থ্রি সুপর কেচি প্লাগইন, ওয়েস্ট এসইও, ক্লাউড ফ্লার, গুগল এনালাইটিস, আরো অনেক।

১০।  সোসিয়াল মিডিয়াসে সেয়ার ও এস.ই.ও করতে হবে।
আপনি যে পোষ্ট গুলো নিয়েমিত ভাবে প্রতিদিন করেন সেগুলোকে বিভিন্ন সোসিয়াল মিডিয়াতে সেয়ার করতে হবে। যেমন: ফেইচবুক, টুইটার, লিংডিন, থাম্বলার, স্টামলাআপন, ওকে, ইত্যাদি। পাশাপাশি এস.ই.ও করতে হবে।
এসইও সম্পর্কে গুগলের সাহা্য্যে  বিস্তারিত দেখে নিন........




পরবর্তীতে আমি আপানাদের সাথে
# সাইটের এস,ই,ও কি?
# কেন করতে হয়?
# কিভাবে করতে হবে? 
# কোথায় কোথায় করতে?
# সাইটের এস.ই.ও কত প্রকার? ইত্যাদি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আজ এই পযন্ত ধন্যবাদ।

Post a Comment

0 Comments